Site icon Jamuna Television

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, দীর্ঘদিন পর অনুসারীদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পরই কমিটিতে পদবঞ্চিত মিজানুর রহমান ও ফয়সাল আরাফাত গ্রুপের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। বেধে যায় সংঘর্ষ। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। একপর্যায়ে ক্যাম্পাস ত্যাগ করে সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারীরা। সংঘর্ষে আহত হন সাধারণ সম্পাদক রাকিবুলসহ ১৫ জন। পরে ক্যাম্পাসের মূল ফটকের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বিক্ষোভ করে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

Exit mobile version