Site icon Jamuna Television

ধর্ষণের সাক্ষীকে সন্ত্রাসীদের হাতে তুলে দেয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

পাবনায় ধর্ষণ মামলার সাক্ষীকে সন্ত্রাসীদের হাতে তুলে দেয়ার অভিযোগ উঠেছে সদর থানার ওসি খায়রুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শুক্রবার সন্ধ্যায় ধর্ষণ মামলার সাক্ষী আব্দুল আলীমকে মারধর করছে একদল সন্ত্রাসী। এসময় ঘটনাস্থল থেকে সরে যান ওসি খায়রুল।

আলিমের অভিযোগ, মালিগাছা ইউনিয়নের একটি ধর্ষণ মামলার তদন্তের বিষয়ে কথা বলতে তাকে ডেকে নেন ওসি খাইরুল। কিছুক্ষণ কথাবার্তার পরই ধর্ষণ মামলার প্রধান আসামি মালিগাছা ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলামের অনুসারীরা হামলা চালায়।

পুরো ঘটনাটি ধরা পড়ে পাশের দোকানের সিসি ক্যামেরায়। এ ঘটনায় মামলা করেছেন আলীমের স্ত্রী। ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Exit mobile version