Site icon Jamuna Television

রাজধানীতে বাসের ধাক্কায় পথচারী নিহত

বনানী চেয়ারম্যান বাড়ির সামনে দুটি বাসের রেষারেষিতে নুরু ইসলাম নামে এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯ টার পর এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চেয়ারম্যান বাড়ি এলাকার টিএন্ডটি কলোনি যেতে রাস্তা পার হচ্ছিলেন নুরু ইসলাম। এসময় ফুটপাত থেকে সড়কে পা রাখতেই একটি বাস তাকে ধাক্কা দেয়। এরপর তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে হয়ে নেয়া হয় ঢাকা মেডিকেলে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২ টায় মারা যান তিনি। এ ঘটনায় চালকসহ কাকলী পরিবহনের একটি বাস আটক করেছে পুলিশ। নিহত নুরু ইসলামের বাড়ি সিরাজগঞ্জের কাজিপুরে।

Exit mobile version