Site icon Jamuna Television

টাইগারদের বোলিং কোচ হিসেবে চুক্তিবদ্ধ হলেন ওটিস গিবসন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে চুক্তিবদ্ধ হলেন ক্যারিবীয় পেইসার ওটিস গিবসন। বিসিবি’র সাথে দুই বছরের চুক্তি সম্পন্ন করেছেন এই সাবেক পেইস বোলার।

২০১৯ সালের ডিসেম্বরে শার্ল ল্যাঙ্গাভেল্টের সাথে চুক্তি শেষ হবার পর ওটিস গিবসনের সাথে চুক্তি চূড়ান্ত করলো বিসিবি। ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে টেস্ট, ওয়ানডের সাথে ফার্স্ট ক্লাস ও লিস্ট ‘এ’ ক্যারিয়ার মিলিয়ে ১০০০ উইকেট শিকার করেছেন সাবেক এই ক্যারিবীয় পেইসার।

এর আগে দক্ষিণ আফ্রিকার হেড কোচ আর ইংল্যান্ড জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন ওটিস গিবসন। সবশেষ বঙ্গবন্ধু বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের হেড কোচের ভূমিকায় ছিলেন তিনি। বিসিবি থেকে জানানো হয় যত শীঘ্রই সম্ভব পাকিস্তান সফরে দলের সাথে যোগ দেবেন ওটিস গিবসন।

Exit mobile version