Site icon Jamuna Television

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেই প্রথম ই-পাসপোর্ট চালু: প্রধানমন্ত্রী

বহুল প্রতীক্ষিত ইলেক্ট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট যুগে প্রবেশ করলো বাংলাদেশ। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া স্বয়ক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনারও উদ্বোধন করা হয়।

এসময় প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেই প্রথম ই-পাসপোর্ট চালু হলো। এক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে ১১৯তম দেশ। এখন পাসপোর্টের কারণে কেউ হয়রানির শিকার হবে না বলে মন্তব্য করেন শেখ হাসিনা। স্বল্প সময়ে আধুনিক প্রযুক্তি সম্পন্ন পাসপোর্ট দিতে পারায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মুজিববর্ষে এটি জাতির জন্য একটি উপহার। পরে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হয় তাঁর ই-পাসপোর্ট। প্রথমে আগারগাঁও, উত্তরা ও যাত্রাবাড়ী থেকে দেয়া হবে এই সেবা। পর্যায়ক্রমে সারা দেশের মানুষই পাবে ই-পাসপোর্ট।

Exit mobile version