Site icon Jamuna Television

৩ দিন ধরে নিখোঁজ সাবেক ছাত্রলীগ নেতা ওমর ফারুক

রাজধানী থেকে তিনদিন ধরে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী ওমর ফারুক। উদ্বিগ্ন পরিবারে আইনশৃঙ্খলা বাহিনীর দিকে তাকিয়ে থাকলেও এখনও কোনো হদিস বের করতে পারেনি পুলিশ।

ওমর ফারুক এয়ার কন্ডিশনের ব্যবসা করেন। পরিবারসূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় বাসা থেকে বের হন ওমর ফারুক। বেলা আড়াইটার দিকে স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়। তখন বায়তুল মোকাররম মার্কেটে ছিলেন বলে জানান তিনি। কাজ শেষ করে সন্ধ্যার আগেই বাসায় ফেরার কথা বললেও তিনি আর বাসায় ফেরেননি। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, মগবাজারের রাজ্জাক প্লাজায় ফারুকের অফিসের সিসি ক্যামেরায় তার প্রবেশের ফুটেজ থাকলেও বের হওয়ার কোনো ফুটেজ পাওয়া যায়নি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশীদ জানান, এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে।

তবে, ওমর ফারুকের বের হওয়ার কোনো সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে কিনা সেটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

Exit mobile version