Site icon Jamuna Television

সিটি নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীকে ইসির নির্দেশ

সিটি নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সব ধরনের পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

দুপুরে নির্বাচন কমিশনে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে কঠোর অবস্থানে থাকবে ইসি। আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে কোনো ধরনের অভিযোগ আসলে তা বরদাশত করা হবে না। নির্ভেজাল ভোট গ্রহণ, ব্যালট ছিনতাই ও জাল ভোট বন্ধ করতেই ইভিএম ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে সিইসি বলেন, এজেন্টদের কাজে বাধা দিলে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে।

Exit mobile version