Site icon Jamuna Television

সোলাইমানির জানাজায় মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: রুহানি

মার্কিনিদের গুপ্তহত্যার শিকার আল-কুদস ফোর্সের প্রধান ও বিপ্লবী গার্ডস বাহিনীর কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানির জানাজার নামাজে লাখো-লাখো জনতার উপস্থিতি মার্কিন ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

মঙ্গলবার তেহরানে ইরানের বিপ্লবী সংস্কৃতি বিষয়ক সর্বোচ্চ পরিষদের এক বৈঠকে রুহানি এসব মন্তব্য করেন।

ইরাক ও ইরানের বিভিন্ন শহরে সোলাইমানির জানাজার নামাজের কথা উল্লেখ করে রুহানি বলেন, কোটি কোটি জনতার এই উপস্থিতি যুক্তরাষ্ট্রকে অপমানিত করেছে।

তিনি বলেন, মার্কিন সরকার এমন কূটনৈতিক সংকটে পড়েছে যে, সে তার মিত্রদেরকেও জেনারেল সোলাইমানিকে হত্যা করার পক্ষে কাছে টানতে পারেনি।

ইরানের প্রেসিডেন্ট বলেন, মার্কিন সন্ত্রাসী হামলায় জেনারেল সোলাইমানির শাহাদাতের পর কোনো কোনো ইউরোপীয় রাষ্ট্রপ্রধান তাকে টেলিফোন করে ওই হত্যাকাণ্ডে দুঃখ প্রকাশ করেন এবং এ ঘটনাকে মধ্যপ্রাচ্যের জন্য ‘বিপজ্জনক’ বলে আখ্যায়িত করেছেন।

Exit mobile version