Site icon Jamuna Television

অক্ষয়ের পারিশ্রমিক ১২০ কোটি রুপি!

স্রেফ ধারাবাহিকতা ধরে রেখে আজ সাফল্যের চূড়ায় বলিউড তারকা অক্ষয় কুমার। পার করছেন ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময়। গত কয়েক বছর ধরে তার বেশিরভাগ সিনেমাই সফল। এইতো দিন কয়েক আগেই তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘গুড নিউজ’ প্রবেশ করেছে ২০০ কোটির ক্লাবে। এমন স্বর্ণালী সময়ে আরও একটি বড় খবর জানা গেলো অক্ষয়ের সম্পর্কে। সেটি কী?

বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা এখন অক্ষয় কুমার। জানা গেছে, নতুন একটি সিনেমার জন্য ১২০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়! শোনা যাচ্ছে এরই মধ্যে, আনন্দ এল রাইয়ের পরিচালনায় নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন অক্ষয় কুমার। সিনেমাটির নাম অবশ্য এখনো ঠিক হয়নি। তবে এতে অক্ষয়ের সঙ্গে সারা আলি খান ও ধানুশের থাকার কথা রয়েছে।

এর আগেই বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতার মধ্যে চতুর্থ স্থান দখল করেছিলেন অভিনেতা অক্ষয় কুমার। এবার প্রথম স্থান দখল করার জন্য যেন উঠেপড়ে লেগেছেন তিনি।

Exit mobile version