Site icon Jamuna Television

রকেট হামলার পর ফের ত্রিপলী বিমানবন্দর বন্ধ

লিবিয়ার রাজধানী ত্রিপলীতে একমাত্র কার্যকরী বিমানবন্দরটি রকেট হামলার পর বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার বিমানবন্দরটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের।

তিউনিস থেকে একটি বিমান ত্রিপলীর মিটিগা বিমানবন্দরে অবতরণের চেষ্টা করেছিল পরে সেটি পূর্ব ত্রিপলীর শহর মিসরাতায় চলে গেছে। যেটি ত্রিপলী থেকে ২০০ কিলোমিটার দূরে। বিমানবন্দর তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

১৪ মাস আগে বিমানবন্দরটিতে বিমান হামলার পরে এটি বন্ধ করে দেয়া হয়। পরে মিটিগা বিমানবন্দরটি জানুয়ারিতে পুনরায় চালু করা হয়েছিল। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে দেশটির বিদ্রোহী নেতা খলিফা হাফতারের সংঘর্ষ চলে আসছে।

Exit mobile version