Site icon Jamuna Television

মিরপুরে নিজের রাইফেল দিয়ে পুলিশের আত্মহত্যা

রাজধানীর মিরপুর পুলিশলাইনে নিজের রাইফেল দিয়ে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন।

আত্মঘাতী আবদুল কুদ্দুস মিরপুর-১৪ নম্বর পুলিশ লাইনে নায়েক হিসেবে কর্মরত ছিলেন।

তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

কাফরুল থানার ওসি সেলিমুজ্জমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে নিজের রাইফেল দিয়ে আত্মহত্যা করেছেন কুদ্দুস। তার আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।

তবে কী কারণে তিনি আত্মহত্যা করলেন সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।

Exit mobile version