Site icon Jamuna Television

ছাত্রলীগের লাগাম টেনে ধরুন, না হলে এরাই সরকার পতনের কারণ হবে: ডাকসু ভিপি

ছাত্রলীগের লাগাম টেনে ধরুন, না হলে এরাই সরকার পতনের কারণ হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু’র ভিপি নুরুলহক নুর।

বৃহস্পতিবার সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্য কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় জহুরুল হক হলে শিবির সন্দেহে চার শিক্ষার্থীকে নির্যাতনের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে এই মন্তব্য করেন নুর।

তিনি বলেন, ডাকসুর নির্বাচিত ভিপি হয়েও আমিসহ অনেকেই হামলার শিকার। ছাত্রলীগ শিক্ষার পরিবেশ নষ্ট করছে। এটি এখন সন্ত্রাসীদের সংগঠন। এদের প্রতিরোধ না করা গেলে নিরাপদ ও গণতান্ত্রিক ক্যাম্পাস হবে না।

এসময় তিনি প্রক্টর গোলাম রাব্বানীর অপসারণ দাবি সহ শিক্ষার্থীদের বৈধ সিটের দাবি ও হামলাকারীদের ছাত্রত্ব বাতিলের দাবিও তোলেন।

নুর বলেন, সরকার যদি মনে করে ছাত্রলীগকে দিয়ে ছাত্রদের চুপ করিয়ে রাখবে তাহলে ভূল করবে।

Exit mobile version