Site icon Jamuna Television

একযোগে সেনা, বিমান ও নৌবাহিনীর আধুনিকায়ন করা হবে: প্রধানমন্ত্রী

আধুনিক সশস্ত্রবাহিনী গড়ে তুলতে সেনা, বিমান ও নৌবাহিনীকে একযোগে উন্নত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, অন্য দেশের তুলনায় বাংলাদেশ সেনাবাহিনী যেন কিছুতেই পিছিয়ে না থাকে সেটাই লক্ষ্য।

জাহাইজ্জ্যর চর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ৬৬ পদাতিক ডিভিশন প্রধানমন্ত্রীর সম্মানে শীতকালীন এ প্রশিক্ষণ মহড়ার আয়োজন করা হয়। প্রশিক্ষণে ৫৮ জন অফিসারসহ ১৪০০ সেনা সদস্য অংশ নেন। স্বর্ণদ্বীপের প্রশিক্ষণ এলাকার সুপরিকল্পিত ব্যবহার দেখে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সেই সাথে স্বর্ণদ্বীপের প্রশিক্ষণ সুবিধা সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধিতে তাৎপর্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো জ্ঞানসম্পন্ন সেনাবাহিনী গড়ে তোলা হবে।

স্বর্ণদীপ সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ এলাকা। এখান থেকে ইতিমধ্যে ২৫ হাজার সেনাসদস্য প্রশিক্ষণ নিয়েছেন।

Exit mobile version