Site icon Jamuna Television

নৈশ প্রহরীর গলাকাটা লাশ উদ্ধার

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গলাকাটা অবস্থায় এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম বাদশা (৪৪)।

আজ বৃহস্পতিবার সকালে নন্দীগ্রাম এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করলেও তাৎক্ষণিকভাবে হত্যার কোন কারণ জানতে পারেনি।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম জানান, রাতে যে কোনো সময়ে ঘাতকরা তাকে জবাই করে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। তার ঠিকানা বা পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। লাশ দিনাজপুরের এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version