Site icon Jamuna Television

স্বাস্থ্যমন্ত্রীর সাবেক এপিএসকে দুদকের জিজ্ঞাসাবাদ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সাবেক এপিএস আরিফুর রহমান সেখকে জিজ্ঞাসাবাদ করছে দুদক।

সকাল সাড়ে ১০টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেন উপপরিচালক সামছুল আলমের নেতৃত্বে একটি দল। এর আগে ২০ জানুয়ারি জিজ্ঞাসাবদের জন্য আরিফুর রহমান সেখকে তলব করা হয়। নির্ধারিত দিনে উপস্থিত না থেকে সময় চেয়ে আবেদন করেন তিনি। আরিফুর রহমানের বিরুদ্ধে বিদেশে প্রশিক্ষণের নামে অর্থ লোপাট এবং বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়াসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে।

Exit mobile version