Site icon Jamuna Television

আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত দুই শিশুর মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ঘুমন্ত দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার প্রত্যন্ত এলাকা লিখেয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- মংসালো মারমা (১২) উম্রা মারমা (৬)। তারা মানিকছড়ি উপজেলার বাটনাতলীর লিখেয়াপাড়ার মেম্যাং মারমার সন্তান বলে জানা গেছে।

ঘটনার দিন একই গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়েছেল দুই ভাইবোন মংসালো মারমা ও উম্রা মারমা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে নিহত শিশু মংসালো মারমা ও উম্রা মারমা খালার সঙ্গে ঘরে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় তাদের খালা ঘর থেকে বের হতে পারলেও ঘুমিয়ে থাকায় দুই শিশু ঘর থেকে বের হতে পারেনি। তারা আগুনে দগ্ধ হয়ে মারা যায়।

এদিকে, গভীর রাত ও ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছাতে পারেননি বলে জানা গেছে।

মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছে মানিকছড়ি উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শীতবস্ত্র, শুকনো খাবার ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Exit mobile version