Site icon Jamuna Television

আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত চার লেনের নির্মাণ কাজ দ্রুত শেষ করার আহ্বান কাদেরের

আশুগঞ্জ নদী বন্দর থেকে আখাউড়া পর্যন্ত চার লেন মহাসড়ক নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে হোটেল রেডিসনে ভারতীয় কোম্পানির সাথে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন যাত্রা শুরু হয়েছে। বলেন, সীমান্ত চুক্তি বাস্তবায়ন ও ছিটমহল বিনিময় সহজভাবে ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বিরাজমান অনেক সমস্যা এখনো আছে যেগুলোর অগ্রগতি হচ্ছে। দুই দেশের সরকার প্রধানের সম্পর্ক ভালো হওয়াতে সমস্যা সমাধানে বেশি সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

Exit mobile version