Site icon Jamuna Television

সাতক্ষীরায় কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা:

সাতক্ষীরায় মাটিতে পুতে রাখা এক কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে শহরের চালতেতলা এলাকা থেকে এই লাশ উদ্ধার হয়।

এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। নিহত কলেজ ছাত্রের নাম রাসুল আহমেদ জিম (২২)।

জিম খুলনা খানজাহান আলী থানার ফুলবাড়ি গেট এলাকার শেখ হেমায়েত হোসেনের ছেলে। রাসুল আহমেদ জিম সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র। গ্রেফতারকৃত ব্যক্তি সাতক্ষীরা শহরের মুনজিতপুর (টাউন ক্লাবের পিছনে) এলাকার আব্দুর রউফ হাসানের ছেলে জাহিদ হাসান হিমু (২৩)।

পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেদায়েত হোসেন জানান, বুধবার রাতে সাতক্ষীরা সদর থানায় জিমের বাবা হেমায়েত হোসেন তার ছেলেকে অপহরণ করেছে মর্মে একটি মামলা দায়ের করেন। মামলায় জাহিদ হাসান হিমুসহ কয়েকজনকে অজ্ঞাত আসামী করা হয়।

বৃহস্পতিবার হিমুকে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে পুলিশকে জানায়, রাসুলকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর চালতেতলা এলাকার লিটনের বাড়ির সামনে মাটিতে পুতে রাখা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি।

তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version