Site icon Jamuna Television

অবৈধভাবে বালু উত্তোলন: ১৮ ড্রেজার পুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর বেলাবতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১৮ টি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে উপজেলার পাটুলী ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় বালু উত্তোলনের অন্যান্য যন্ত্রাংশ ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ বেলাল হোসেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলাব উপজেলার পাটুলী, পোড়াদিয়া, রাধাখালী এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী বালু ব্যবসায়ীরা আড়িয়াল খাঁ নদ হতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বেলাল হোসেন জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বালু ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে জব্দ করা বালু উত্তোলনের মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি পুড়িয়ে দেয়া হয়।

Exit mobile version