যশোরের শার্শার অগ্রভুলোট সীমান্তে বিএসএফের বিরুদ্ধে এক বাংলাদেশিকে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত ওই ব্যক্তির নাম হানেফ আলী, পেশায় রাখাল।
স্বজনরা জানায়, অগ্রভুলোট সীমান্তে হানেফকে পিটিয়ে মারে ভারতীয় সীমান্ত রক্ষীরা। এরপর মরদেহ রেখে দেয় গাইঘাটা থানায়।
ঘটনা জানার পর পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। সেখানে মরদেহ ফিরিয়ে আনার ব্যাপারেও কথা বলবে তারা।
গত এক সপ্তাহে পঞ্চগড়, লালমনিরহাট ও নওগাঁ সীমান্তে বিএসএফের হাতে প্রাণ গেলো ৭ বাংলাদেশির।

