Site icon Jamuna Television

শিগগিরই আসছে বাংলাদেশের জনসংখ্যা জানার অ্যাপস

বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে শিগগিরই অ্যাপস চালু করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী বলেন, এই অ্যাপসে ক্লিক করলেই জানা যাবে দেশের জনসংখ্যা কতো।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ‘জনশুমারি ও গৃহগণনা’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।

পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, জনশুমারি ও গৃহগণনায় ভুলের পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নেয়া হয়েছে। এ কাজে সম্পৃক্তদের চারগুণ বেশি সম্মানি ভাতা দেয়া হবে। এ কাজে পরিসংখ্যান ব্যুরোর দক্ষতাও বেড়েছে।

রোহিঙ্গারা শুমারির আওতায় আসবেন না উল্লেখ করে মন্ত্রী জানান, তারা মার খেয়ে পানিতে ভেসে এদেশে এসেছে, প্রধানমন্ত্রী বলেছেন তাদের প্রতি মানবিক হতে হবে।

Exit mobile version