Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ায় আবারো বেড়েছে আগুনের তীব্রতা

এক সপ্তাহের টানা বৃষ্টিতে দাবানল কিছুটা কমলেও, বৃষ্টি শেষে তাপমাত্রা বাড়তে থাকায় আবারও আগুনের তীব্রতা বেড়েছে অস্ট্রেলিয়ায়। নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া আর ক্যানবেরা রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিতে, জানিয়েছে প্রশাসন।

শুধু নিউ সাউথ ওয়েলসেই আগুন জ্বলছে শতাধিক স্থানে। এর মধ্যে নিয়ন্ত্রণের বাইরে ছয়টি। ভিক্টোরিয়ায় ১৭টি স্থানে জ্বলছে আগুন। দাবানল অনেকটা কাছে চলে আসায় ধোঁয়ায় আচ্ছন্ন ক্যানবেরায় বিঘ্নিত ফ্লাইট চলাচল। মেলবোর্নের পরিস্থিতি কিছুটা ভালোর দিকে। সেপ্টেম্বর থেকে চলা দাবানলে দেশটিতে প্রাণ গেছে কমপক্ষে ২৯ জন মানুষের। পুড়েছে আড়াই হাজার ঘরবাড়ি; ছাই হয়েছে এক কোটি একরের বেশি এলাকা। ধারণা করা হচ্ছে, ১শ’ কোটি বন্যপ্রাণির মৃত্যু হয়েছে এ আগুনে। অস্তিত্ব সংকটে অনেক প্রজাতি। আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় ট্রিলিয়ন ডলার।

Exit mobile version