Site icon Jamuna Television

ঠাণ্ডায় কাঁপছে উত্তরাঞ্চল

কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন। আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে লালমনিরহাটে ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৃদু শৈত্যপ্রবাহ বইছে সারা দেশে। অনেক জায়গায় বেলা করে দেখা মিলছে সূর্যের। তীব্র শীতে দুর্ভোগে ছিন্নমূল মানুষ। হাসপাতালগুলোতে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপ রয়েছে।

এদিকে, ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে রাত থেকে ৭ ঘন্টা বন্ধ ছিলো ফেরি চলাচল। এতে চরম ভোগান্তি পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

Exit mobile version