Site icon Jamuna Television

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

অবশেষে মাঠে গড়াচ্ছে পাকিস্তান-বাংলাদেশ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিকাল তিনটায় প্রথম ম্যাচ খেলতে নামছে দুদল। স্বভাবতই বহুল প্রতীক্ষিত এ লড়াইয়ে টাইগার একাদশ কেমন হবে তা নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে।

স্কোয়াডে রয়েছে পাঁচ ওপেনার। কাকে কোন জায়গায় খেলানো হয় মূলত সেটিই এখন দেখার বিষয়। কয়েক দিন আগে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন– দলের প্রয়োজনে ব্যাটিং অর্ডারে হেরফের ঘটতে পারে। রদবদল ঘটতে পারে ব্যাটিং লাইনআপেও। ওপেনারদেরও মিডলঅর্ডারে খেলতে হতে পারে।

অধিকন্তু দলে নেই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তার অভাব পূরণে কার ওপর আস্থা রাখে টিম ম্যানেজমেন্ট, সেখানেও চোখ থাকছে। সর্বোপরি দলে নেই কোনো বাঁহাতি স্পিনার।

তবে একটা বিষয় মোটামুটি নিশ্চিত। গেল নভেম্বরে ভারত সফরে খেলা পেস অ্যাটাকই বহাল থাকছে পাকিস্তানের বিপক্ষে। যেখানে নেতৃত্ব দেবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। স্পিন বিভাগের নেতৃত্বে থাকবেন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, নাঈম শেখ, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন।

Exit mobile version