Site icon Jamuna Television

বাহুবলে বাস উল্টে নিহত ৩, আহত ২০

হবিগঞ্জের বাহুবলে বাস উল্টে দুই নারীসহ প্রাণ গেল ৩ জনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

পুলিশ জানায়, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কামাইছড়ার পাহাড়ী এলাকায় একটি বাস গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান দুই নারী এবং বাসের হেলপার। তাৎক্ষণিক রশিদপুর গ্যাসফিল্ডের ক্রেন দিয়ে গাড়ির নিচ থেকে উদ্ধার হয় তিনজনের মরদেহ।

নিহতরা হলেন, বাহুবলের দৌলতপুর গ্রামের কমলা বেগম এবং মড়ুয়া গ্রামের আবু সাঈদ। আরেক নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত ২০ জনকে ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

Exit mobile version