Site icon Jamuna Television

দর্শনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় বিদ্যুৎস্পৃষ্টে মজনু মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে দর্শনার সুলতানপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া একই গ্রামের হক মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির ছাদে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিচ্ছিল মজনু। এসময় মোটরের পানির লাইন বিদ্যুতায়িত হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় মজনু। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version