Site icon Jamuna Television

একই স্থানে ছাত্রলীগের দুইগ্রুপের সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রায় একই স্থানে ছাত্রলীগের দুইগ্রুপ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার দুপর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত যদুবয়রা এলাকায় এই ১৪৪ ধারা বলবদ থাকবে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আজ দুপুরে যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয় মাঠে যদুবয়রা ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান ও সাবেক কমিটি একই স্থানে সমাবেশের ডাক দিলে আইন শৃংখলা বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কায় কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম খান ১৪৪ ধারার এই আদেশ দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

Exit mobile version