Site icon Jamuna Television

মুসলিম হিসেবে ভারতে টিকে থাকাটা ভীষণ কঠিন: নাসিরুদ্দিন শাহ

একজন মুসলিম হিসেবে ভারতে টিকে থাকাটা ভীষণ কঠিন। সম্প্রতি নাগরিকত্ব আইন নিয়ে এমন মন্তব্য করলেন বলিউডের খ্যাতিমান অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

এক টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘৭০ বছর পর উপলব্ধি করলাম ভারতে মুসলিম হিসেবে আমি থাকতে পারি না। ৭০ বছর পরেও প্রমাণ করা প্রয়োজন যে আমি মুসলিম এবং ভারতীয়। এত বছর ধরে ভারতে থেকেও এবং এখানে কাজ করেও আমার ভারতীয় হিসেবে প্রমাণ দেয়া হয়নি। এখন মুসলিম হয়ে ভারতে টিকে থাকা ভীষণ কঠিন! আমার আর কী করার আছে?’

সিএএ’র সমালোচনা করে তিনি বলেন, এখানে মিয়ানমার বা শ্রীলঙ্কার কোন নাগরিকের জন্য কেন সুযোগ রাখা হয়নি? আইনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া অমুসলিমদের নাগরিকত্ব দেয়ার সুযোগ রাখা হয়েছে। এ নিয়েও সমালোচনা করেন নাসিরুদ্দিন শাহ।

কিছুদিন আগে সিএএ ও এনআরসির বিরোধীতা করে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে বলিউড অভিনেত্রী দিপীকা পাডুকোন সংহতি জানাতে গেলে তার প্রশংসা করেন নাসিরুদ্দিন। তিনি বলেন, দীপিকা যা করেছে, তাতে তার সাহসের পরিচয় পাওয়া যায়।

Exit mobile version