Site icon Jamuna Television

কুকুরের চেয়ে সন্তানকে বেশি ভালোবাসা সম্ভব নয় মালাইকার কাছে!

মা হিসেবে সব কিছুর চেয়ে সন্তানকেই বেশি ভালোবাসবেন এমনটাই স্বাভাবিক হলেও পুত্র আরহান আর
পোষা কুকুর ক্যাসপারকে সমান ভালোবাসেন এমন মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা।

সম্প্রতি নেহা ধুপিয়ার ‘নো ফিল্টার’ শোতে মালাইকা বলেন, ‘আমার ছেলে আরহান যেমন আমার কাছে সবকিছু, তেমন আমার পোষা কুকুর ক্যাসপারও অনেক কিছু। মাঝে মধ্যে আমার ছেলে বলে আমি নাকি ওর চেয়েও বেশি আমার কুকুরকে ভালোবাসি।

মালাইকা বলেন, আমার ছেলে জিজ্ঞাসা করে, মাম্মা, তুমি আমাকে বেশি ভালবাসো নাকি ক্যাসপারকে আমি বলি, আমার দুটো ছেলে দুজনকেই সমান ভালবাসি। এরপরেও আরহান বলে, ‘তুমি আমাকে সবচেয়ে বেশি ভালবাসো’ এই কথা বলো। আমি ওকে আমি বলি যে এমন কথা আমি বলতে পারবো না, কেননা আমার কাছে দুজনেই সমান।’

ছেলেকে নিয়ে এমন মন্তব্য করায় বিতর্কের মুখে পড়েছেন মালাইকা। অনেকেই বললেন, ছেলে তো ছেলেই, তার সঙ্গে অন্য কারো তুলনা করা উচিৎ নয়।

নেহা ধুপিয়ার আড্ডাতেই নিজের বিয়ে নিয়েও কথা বলেন মালাইকা। প্রেমিক অর্জুনকে কবে বিয়ে করছেন? এমন প্রশ্নকরা হলে মালাইকা জানান, কোনও সমুদ্র সৈকতে তার ও অর্জুনের বিয়ের অনুষ্ঠান হবে।

বিয়েতে এলি সাবের ডিজাইনে একটি সাদা গাউন পরবেন তিনি। মালাইকার বান্ধবীরা আসবেন সেই বিয়ের আয়োজনে। বান্ধবীরাই হবেন তার বিয়ের আয়োজনের সম্মানিত অতিথি।

Exit mobile version