Site icon Jamuna Television

আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর রংপুরের ২২ আসন পুনরুদ্ধার করবে জাপা: রাঙ্গা

সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর রংপুরের ২২ টি আসন পুনরুদ্ধার করার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

শুক্রবার সন্ধ্যায় রংপুর সদর উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই ঘোষণা দেন।

রাঙ্গা বলেন, কাউন্সিলের সময় আমাদের মধ্যে নেতৃত্ব নিয়ে দুই একটা কথা হয় কিন্তু সেগুলো আমরা পরে ঠিক করে নেই। নেতৃত্ব নিয়ে মাঝেমধ্যে কিছু সমস্যা দেখা দিলেও জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। রংপুরে আমরা এরশাদের আদর্শ সমুন্নত রাখবো। অক্ষ বদ্ধ ভাবে আমরা বৃহত্তর রংপুরের ২২ টি আসন পুনরুদ্ধার করব।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াছির, এ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, শাফিউল ইসলাম, সদর উপজেলা আহবায়ক কাজলী বেগম, সদস্য সচিব মাসুদুর রহমান মিলন।

এর আগে তিনি পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

Exit mobile version