Site icon Jamuna Television

হেলিকপ্টার থেকে পদ্মা সেতুর ছবি তুলেছেন প্রধানমন্ত্রী

হেলিকপ্টার থেকে পদ্মা সেতুর ছবি তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে হেলিকপ্টারে ঢাকা ফেরার পথে পদ্মার উপর পদ্মা সেতুর ছবি তোলেন তিনি।

হেলিকপ্টারের জানালা দিয়ে পদ্মা সেতুর ছবি তোলার এরকম একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পরই তা নিয়ে আলোচনায় মেতে উঠে সবাই।

অধিকাংশই স্বপ্নের পদ্মাসেতুর কারিগর হিসেবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে থাকেন এই ছবি আপলোড করে।

বর্তমানে, পদ্মা সেতুর ৩ হাজার ৩০০ মিটার দৃশ্যমান।

এরআগে শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নবনির্বাচিত সদস্যদের সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

Exit mobile version