Site icon Jamuna Television

চীনে করোনা ভাইরাস আক্রমণে মৃতের সংখ্যা বেড়ে ৪১

চীনে করোনা জাতীয় রহস্যজনক ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে, আক্রান্ত ১২৮৭ জন। প্রতিদিনই বাড়ছে নতুন রোগীর সংখ্যা। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

এদিকে, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড’সহ প্রতিবেশি বিভিন্ন দেশের পর এবার ইউরোপেও ধরা পড়েছে ভাইরাসটি।

বিভিন্ন গণমাধ্যম বলছে, ফ্রান্সে অন্তত দু’জনের দেহে ভাইরাসটির উপস্থিতি মিলেছে। এটি মহামারী আকারে ছড়িয়ে পড়া ঠেকাতে বেইজিংসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে চীনা নতুন বছর উদযাপন বাতিল করা হয়েছে। এছাড়া হুবেই প্রদেশের উহান ছাড়াও ৫টি শহরে এখনও বন্ধ হয়েছে গণপরিবহন ও বিমান ওঠা-নামা।

পাশাপাশি অন্তত ১২ শহরে বাসিন্দাদের চলাফেরার ওপর আরোপ করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। সংক্রমণ ঠেকাতে বন্ধ করে দেয়া হয়েছে সাংহাই ডিজনি রিসোর্ট আর চীনের গ্রেট ওয়াল।

Exit mobile version