Site icon Jamuna Television

তুরস্কে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত কমপক্ষে ১৮

তুরস্কে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে পাঁচ শতাধিক মানুষ। এখনও নিখোঁজ অনেকে।

স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা নাগাদ কেঁপে ওঠে রাজধানীসহ দেশটির বিভিন্ন অঞ্চল। এতে ভেঙে পড়ে বহু স্থাপনা। আটকা পড়ে অনেকে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, কম্পনটির উৎপত্তিস্থল ছিলো দেশটির পূর্বাঞ্চলীয় ইলাজিং শহরে; সমতল থেকে মাত্র চার মাইল গভীরে। শক্তিশালী কম্পনের পর ৫ দশমিক ৪ ও ৫ দশমিক ১ মাত্রার দু’টি আফটার শকও অনুভূত হয়। এতে বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ।

এর আগে ১৯৯৯ সালে তুরস্কে দুই দফা শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারায় ১৮ হাজারের বেশি মানুষ।

Exit mobile version