Site icon Jamuna Television

বলেশ্বর নদে ধরা পড়লো ১০ মন ওজনের শাপলা পাতা মাছ

বরগুনার বলেশ্বর নদে জেলেদের জালে ধরা পড়লো ১০ মন ওজনের বিশাল শাপলা পাতা মাছ।

শুক্রবার ভোর রাতে নদের পদ্মা এলাকায় জেলেদের গোভ জালে ধরা পড়ে বিশালাকৃতির মাছটি। পাথরঘাটার বিএফডিসি ঘাটে মাছটি নিয়ে যায় জেলেরা। মাছ দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

প্রায় লাখ টাকা দিয়ে শাপলা পাতা মাছটি কিনে নেন ফিস স্টোরের স্বত্তাধিকারী মো. হানিফ। বিক্রির জন্য প্রতি কেজির দাম ঠিক করেন সাড়ে তিনশ’ টাকা।

হানিফ জানান, প্রতি কেজি ৩৫০ টাকা করে বিক্রি করলে আমার ৩৫ হাজার টাকা লাভ হবে। বিক্রির জন্য লেবার খরচ শেষে আমার প্রায় ১৫ হাজার টাকার মতো লাভ থাকবে।

Exit mobile version