Site icon Jamuna Television

উৎপাদন কিংবা সংকট না, মিলারদের ইচ্ছার ওপর নির্ভর করে চালের দাম

উৎপাদন কিংবা সংকট না, মিলারদের ইচ্ছার ওপর নির্ভর করে চালের দাম। এবার তারা ক্রেতাদের পকেট কাটছেন ভরা মৌসুমে। সরু চালের দর বেড়েছে কেজিতে ২ থেকে ৩ টাকা।

খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, সারা বছরের ধান একবারে কিনে নানা সময়ে বাজার নিয়ে খেলেন মিলাররা অথচ সরকারি সংস্থার রোষানল আর জরিমানায় ভুগতে হয় তাদের। চালের এ বাড়তি দরে নাভিশ্বাস ক্রেতাদেরও।

গেল কয়েক দিনে মিনিকেটের দাম বেড়েছে কেজিতে ২ থেকে ৩ টাকা। মান ভেদে ৩৪ থেকে ৩৬ টাকা দরে বিকোচ্ছে মোটা চাল। তবে সবচেয়ে বেশি অবাক করছে পোলাওয়ের কাটারিভোগ আর চিনিগুড়া চাল। অগ্রহায়ন মাসে, এর ভরা মৌসুম শুরু হয়েছে। কিন্তু ৫০ কেজির বস্তাপ্রতি দাম বেড়েছে প্রায় ৯শ টাকা।

ব্যবসায়ীদের অভিযোগ, কৃষকের সব ধান কেনার পর, সংকটের গুজব তুলে দাম বাড়িয়ে দেন মিলাররা। এটি এক কথায় অরাজকতা।

মিলাররা বরাবরের মতই সব অভিযোগ অস্বীকার করছেন। বলা হচ্ছে, কৃষককে লাভবান করতেই ধানের দাম বাড়ানো হয়েছে। যার প্রভাব পড়ছে চালের বাজারে।

ক্রেতারা বলছেন, চালের বাজারে অনিয়ম ঠেকাতে খুচরা বাজারের পাশাপাশি অভিযান চালাতে হবে মিল গেটেও।

Exit mobile version