Site icon Jamuna Television

সুইসাইড নোট লেখে নিজ ফ্ল্যাটে ‘সিরিয়াল’ অভিনেত্রীর আত্মহত্যা

ভারতের মুম্বাইয়ে শুক্রবার নিজ ফ্ল্যাটে আত্মহত্যা করেছেন অভিনেত্রী। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

আত্মঘাতী ওই অভিনেত্রীর নাম সেজল শর্মা। তিনি ‘দিল তো হ্যাপি হ্যায় জি’ টিভি সিরিয়ালের অন্যতম প্রধান চরিত্র ছিলেন।

সেজলের সহঅভিনেতা অরু কে ভার্মা তার আত্মহত্যার কথা নিশ্চিত করেছেন। তিনিও ‘দিল তো হ্যাপি হ্যায় জি’ সিরিয়ালেই অভিনয় করেন।

সেজলের মৃত্যু সংবাদ নিয়ে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার আত্মহত্যার খবর শুনে আমি স্তম্ভিত হয়েছি। আমি এখনও বিশ্বাস করতে পারছি না। ১০ দিন আগেই ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। রোববার হোয়াটসঅ্যাপে অনেক ক্ষণ চ্যাটও করেছি। তখন ও তো ঠিকই ছিল।

সেজলের ফ্ল্যাট থেকে সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। তবে সুইসাইড নোটে কি লেখা ছিল তা এখনো প্রকাশ করেনি পুলিশ।ঘটনার তদন্তও করা হচ্ছে।আত্মহত্যার ঘটনায় মামলা করেছে পুলিশ।

সেজলের বাড়ি রাজস্থানের উদয়পুরে। ২০১৭-তে মুম্বাইয়ে এসেছিলেন তিনি। সৎকারের জন্য পরিবারের লোকজন তার লাশ উদয়পুর নিয়ে গেছেন। সূত্র: আনন্দবাজার।

Exit mobile version