Site icon Jamuna Television

জন্মদিনের অনুষ্ঠানে অচেতন করে কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার চার বন্ধু

জন্মদিনের অনুষ্ঠানে এনার্জি ড্রিংকের সঙ্গে নেশা দ্রব্য মিশিয়ে অচেতন করে এক কিশোরীকে গণধর্ষণ করে চার বন্ধু। ধর্ষণের পর ফেসবুকে ভিডিও আপলোড করে তারা হাসতে হাসতে বলতে থাকে- হ্যালো ফ্রেন্ডস আগামীকাল হয়তো জেলে থাকবো, কারো সঙ্গে আর দেখা হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভিডিও ছড়িয়ে পরতেই শুরু হয় চাঞ্চল্য।

গত ১৫ জানুয়ারি রাতে এমন ঘটনা ঘটে গাজীপুরের শ্রীপুরের নয়নপুর এলাকায়। এদিকে ঘটনার পরপরই থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগীর মা।

ঘটনার নয়দিন পর ময়মনসিংহের ত্রিশাল থেকে র‌্যাব প্রথমে তিনজন ও পরে একজনকে গ্রেফতার করে। শনিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলো- শরীফ হোসেন, ইমরান হাসান সুজন, শরিফ উদ্দিন মোল্লা ও আহসান হাসান। এর আগে এ মামলায় জড়িত সন্দেহে আরও এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ।

Exit mobile version