Site icon Jamuna Television

বধূবেশে ক্যাটরিনার ছবি ভাইরাল, তবে কি বিয়েটা সেরেই ফেললেন?

বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বধূবেশে বলিউড তারকা ক্যাটরিনা কাইফের একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে কনে কর্তার ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চন। রয়েছেন জয়া বচ্চনও।

ছবিটি দেখে মনে হচ্ছে, ক্যাটরিনার বিয়ের দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছেন বচ্চন দম্পতি।

ছবিটি ভাইরাল হওয়ার পর ভক্তদের মনে প্রশ্ন জাগে, তাহলে কি ক্যাট শেষমেষ বিয়েটা সেরেই ফেললেন?

কারণ কয়েক মাস ধরে তো ভিকি কৌশল আর ক্যাটের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে বলি মহলে।

কিন্তু পরক্ষণেই ছবির আসল রহস্য জানা যায়। ক্যাটরিনার বিয়ের দৃশ্যটা রিয়েল লাইফে নয়, রিল লাইফের।

এক জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্যই তার এই নববধূর সাজ। আর ওই একই ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হলেন অভিতাভ বচ্চন। তাই ওই ছবিতে দেখা গেছে ওই তিন তারকাকেই। সূত্র: আনন্দবাজার।

Exit mobile version