Site icon Jamuna Television

বর্ধমানে বোমা বিস্ফোরণ: জেএমবি নেতা তালহা গ্রেফতার

ভারতের বর্ধমানের খাগড়াগড়ে বোমা হামলায় অভিযুক্ত জেএমবি নেতা আবু সাঈদ ওরফে তালহা ওরফে শ্যামল বগুড়ায় গ্রেফতার হয়েছে।

শুক্রবার রাত ১টার দিকে নন্দীগ্রামের ওমরপুর থেকে তাকে গ্রেফতার করে বগুড়া ডিবি ও পুলিশ সদর দফতরের গোয়েন্দা শাখার একটি যৌথ দল। আবু সাঈদ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দক্ষিণাঞ্চলের প্রধান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। ২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণে ২ জন নিহত ও একজন আহত হয়। এ ঘটনায় জঙ্গি সংগঠন জেএমবির বাংলাদেশের কয়েজন সদস্য জড়িত বলে দাবি করে ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ।

Exit mobile version