Site icon Jamuna Television

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে র‍্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে মোরশেদ আলম নামে একজন নিহত হয়েছেন। দাবি করা হচ্ছে, নিহত ব্যক্তি কুখ্যাত ডাকাত ও বেশ কয়েকটি আলোচিত হত্যা মামলার আসামি। শনিবার রাতে বাণীগ্রাম লটমুণি পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

র‍্যাবের ভাষ্য, টহল দেয়ার সময় র‍্যাবের সাথে ডাকাত দলের গোলাগুলি হয়। গুলিবিদ্ধ অবস্থায় মোরশেদকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল’সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিহত মোরশেদ ৩১ জেলেকে পানিতে ফেলে হত্যা মামলার আসামি।

Exit mobile version