Site icon Jamuna Television

অভিশংসন শুনানিতে ট্রাম্পের পক্ষে বক্তব্য উপস্থাপন শুরু

মার্কিন সিনেটে অভিশংসন শুনানিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বক্তব্য উপস্থাপন শুরু হয়েছে। শনিবারের শুনানিতে ট্রাম্পকে নির্দোষ দাবি করেন তার আইনজীবীরা। নির্বাচনের বছর একজন প্রেসিডেন্টকে অপসারণের চেষ্টার সমালোচনা করেন তারা।

আইনজীবীরা দাবি করেন, জনগণের সিদ্ধান্তকে প্রভাবিত করবে এ ধরনের পদক্ষেপ। ২০১৬ সালের নির্বাচনেও ডেমোক্র্যাটরা ফল পরিবর্তনের চেষ্টা করেছিল, আনা হয় এমন অভিযোগও। ডেমোক্র্যাটদের তথ্য-প্রমাণকে পক্ষপাতদুষ্ট বলেও অভিহিত করা হয়। আরও দু’দিন ট্রাম্পের পক্ষে বক্তব্য তুলে ধরবেন তার আইনজীবীরা। গত মাসে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসিত হন ডোনাল্ড ট্রাম্প। তবে ক্ষমতা থেকে অপসারণের জন্য সিনেটে দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন তার বিপক্ষে।

Exit mobile version