Site icon Jamuna Television

তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েছে

তুরস্কের পূর্বাঞ্চলে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। আহত প্রায় দেড় হাজার। এখনও চলছে উদ্ধারকাজ। শুক্রবার রাতে আঘাত হানা ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে বহু বাড়িঘর। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে অনেকে।

ধসে পড়া ভবন থেকে উদ্ধার করা হয়েছে অর্ধ-শতাধিক। ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে কয়েকশ’ মানুষ। দফায় দফায় আফটার শকে চরম আতঙ্কে বাসিন্দারা। শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। হতাহত পরিবারগুলোকে ক্ষতিপূরণের আশ্বাস দেন তিনি।

Exit mobile version