Site icon Jamuna Television

সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান

সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। শুক্রবার, দেশটির বিভিন্ন শহর থেকে আটক করা হয় কমপক্ষে ৫২ বিক্ষোভকারীকে।

ইরানের বেসরকারি সংবাদ সংস্থার দাবি রাজধানী তেহরানের পাশাপাশি সবচেয়ে বড় বিক্ষোভ হয় রাস্ত ও কেরমানশাহ শহরে। ভোগ্যপণ্যের উচ্চমূল্যের বিরূদ্ধে এই আন্দোলন শুরু হলেও, সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন আর সরকারি নীতিমালার প্রতিবাদেও সরব ছিলেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, সিরিয়া যুদ্ধে কিভাবে মার্কিন আগ্রাসনের বিরূদ্ধে ইরান কৌশলগত জয় পাবে, তা নিয়েই সরকারের সব চিন্তা-ভাবনা। জনগণের কথা কিছুই ভাবছেন না প্রেসিডেন্ট হাসান রুহানি।
এদিকে, ধর-পাকড়ের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানিদের মৌলিক অধিকার নিশ্চিত এবং দেশটিতে চলমান দুর্নীতি দমনে অন্যান্য রাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে, ওয়াশিংটন। ২০০৯ সালে সবশেষ অভ্যন্তরীন কোন ইস্যুতে দেশটিতে এতোবড় বিক্ষোভ হয়।

Exit mobile version