Site icon Jamuna Television

মোস্তাফিজ ‘আউট’, হাসান ‘ইন’?

বিপিএলে ছন্দ ফিরেছিলেন তিনি, হয়েছিলেন সেরা উইকেট শিকারিও। অথচ পাকিস্তান সিরিজে গিয়ে যেন আবারও খেই হারিয়ে ফেললেন মোস্তাফিজ। প্রথম দুই ম্যাচে বিবর্ণ মোস্তাফিজকে বসিয়ে রাখা হতে পারে তৃতীয় ম্যাচে। কোচ রাসেল ডোমিঙ্গোর কথাই-ও সেই আভাস।

সোমবার লাহোরে সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ আগেই হেরে বসায় তৃতীয় ম্যাচে দলে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন কোচ রাসেল ডমিঙ্গো। হিসেব বলছে, কালই অভিষেক হতে পারে তরুণ হাসান মাহমুদের।

লাহোরে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো জানান, সবাইকে সুযোগ দিতে হবে। আমরা ২-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে। তিন খেলোয়াড় এখনো সুযোগ পায়নি, তারা অবশ্যই দলে আসবে এবং আমরা আরও পরিকল্পনা করবো।

১৫ সদস্যের দল নিয়ে পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ মিলিয়ে দলের বাইরে থাকা তিন ক্রিকেটার—ওপেনার নাজমুল হোসেন এবং দুই পেসার হাসান মাহমুদ ও রুবেল হোসেন। দুই ম্যাচেই তিনজন করে পেসার খেলিয়েছে বাংলাদেশ- মোস্তাফিজ, শফিউল ও আল আমিন। এর মধ্যে মোস্তাফিজের পারফরম্যান্স সবচেয়ে বাজে। প্রথম ম্যাচে তার বোলিং ফিগার ৪-০-৪০-১। পরের ম্যাচে ৩-০-২৯-০। প্রতিপক্ষের রানের গতিতে কোনো বাঁধ সাধতে পারছেন না।

বিপিএলে গতি দিয়ে নজর কাড়া ২০ বছর বয়সী পেসার হাসান মাহমুদের অভিষেক হওয়াটা মোটামুটি নিশ্চিতই বলা চলে।

পেসার শফিউল ও আল আমিনের মধ্যে যেকোনো একজনের বদলে দলে দেখা যেতে পারে রুবেল হোসেনকে। পরিবর্তন আসতে পারে ব্যাটিং লাইনআপেও। বিপিএলে সর্বোচ্চ স্ট্রাইকরেটের ওপেনার নাজমুল হোসেনকে দেখা যেতে পারে ওপেনে। সেক্ষেত্রে প্রথম ম্যাচে ৪৩ ও পরের ম্যাচে ০ করা নাঈম শেখের কপাল পুড়তে পারে। অবশ্য, নাঈমকে রেখে দ্বিতীয় ম্যাচে ওয়ানডাউনে নামা মেহেদীকেও বসিয়ে রাখতে পারে ম্যানেজমেন্ট। পরিবর্তন যাই আসুক টাইগারদের খেলায় ধার কমে গেছে তাতে কোনো সংশয় নেই। ঘুরে ধারাতে হলে সবার আগে গর্জেই উঠতে হবে তাদের।

Exit mobile version