Site icon Jamuna Television

‘পানি শোধনে অনেক টাকা খরচ হয়, তাই পানি ব্যবহারে মিতব্যয়ী হতে হবে’

শুধু রাজধানী নয়, গ্রাম পর্যন্ত উন্নয়ন না করলে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী ও মানিকগঞ্জের কালিগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণসহ ছয়টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

সেই সাথে চট্টগ্রামে শেখ রাসেল পানি শোধনাগার এবং খুলনায় বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, পানি শোধনে অনেক অর্থ খরচ হয়। তাই জনসাধারণকে পানি ব্যবহারে মিতব্যয়ী হতে হবে। ঢাকা-টাঙ্গাইল-জামালপুর রুটে নতুন ট্রেন ‘জামালপুর এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ফরিদপুর-ভাঙ্গা ও পাবনা-ঢালারচর পর্যন্ত নতুন রেলপথ, পাহাড়িকা এক্সপ্রেসে নতুন কোচ প্রতিস্থাপন কার্যক্রমও উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী দেশের জরাজীর্ণ সব রেল সেতু ভালোভাবে মেরামতের নির্দেশ দেন। সেইসাথে পল্লী সঞ্চয় ব্যাংকের ডিজিটাল আর্থিক সেবা লেনদেন প্রকল্পের উদ্বোধন করেন শেখ হাসিনা।

Exit mobile version