Site icon Jamuna Television

নিলামে কেনা গাড়িতে মিললো ৯৪ হাজার পিস ইয়াবা

সরল মনেই নিলাম থেকে গাড়ি কিনলেন এক ক্রেতা। গাড়িটি সংস্কার করতে নিয়ে গেলেন মটর মেকানিকের কাছে। আর তখনই ঘটলো বিস্ময়কর এক ঘটনা। গাড়িতে পাওয়া গেলো ৯৪ হাজার পিস ইয়াবা জাতীয় ট্যাবলেট (মেটামফ্যাটামিন)! ঘটনা থাইল্যান্ডের। দেশটির মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ভুল করে ইয়াবা জাতীয় ট্যাবলেটে ভর্তি একটি গাড়ি নিলামে বিক্রি করে দিয়েছে। যদিও পরে এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছে তারা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর একটি মাদকের মামলায় হোন্ডা সিআর-ভি গাড়িটি জব্দ করা হয়েছিল। আর চলতি মাসে একজন ক্রেতা ১৯ হাজার ডলারে সেটি নিলাম থেকে কিনে নিয়েছেন। গাড়িটি কেনার পর যখন সংস্কার করতে গ্যারেজে নিয়ে যান, তখন সেখানকার এক মেকানিক সেটির বাম্পার খোলার পর ৯৪ হাজার মেটামফেটামিন ট্যাবলেট দেখতে পান।

থাই মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা বলেন, এমন ভুল তাদের আরও সচেতন করেছে। ভবিষ্যতে আরও ভালোভাবে তল্লাশি চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, প্রটোকল অনুযায়ী আমাদের হাতে আসা প্রত্যেকটি গাড়ি তল্লাশি করি। আর এই ক্ষেত্রেও কোনো অন্যথা হয়নি। তল্লাশির সময় আমরা কিছু খুঁজে পাইনি, হতে পারে ট্যাবলেটগুলো হয়তো খুব ভালোভাবে লুকানো ছিল।

মেটামফেটামিন ট্যাবলেটগুলো গাড়িটির বাম্পারের পেছনে গোপন একটি কুঠরির মধ্যে বাক্সের ভিতরে লুকানো অবস্থায় ছিলো বলে জানা গেছে।

গত বছর থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় প্রদেশ চিয়াং রাইয়ে জব্দ করা হয় আলোচিত গাড়িটি। তখনই এর পেছনের সিটে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গিয়েছিল। কে জানতো আরও ৯৪ হাজার পিস মেটামফেটামিন উদঘাটিত হবে সেখান থেকে!

এ ঘটনায় সহযোগিতার জন্য ওই মটর মেকানিক ও গাড়িটির নতুন মালিককে পুরস্কৃত করা হবে বলেও জানিয়েছে মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

Exit mobile version