Site icon Jamuna Television

সীমান্তে বিএসএফ কর্তৃক নাগরিক হত্যা, প্রতিবাদে ঢাবি ছাত্রের অবস্থান কর্মসূচি

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ক্রমাগতভাবে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসির আব্দুল্লাহ।

নাসির বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত ও জিয়া হলের আবাসিক শিক্ষার্থী।

শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে তিনি এই প্রতিবাদ কর্মসূচিতে অবস্থান নেন।

নাসির বলেন, সীমান্তে বিএসএফ কর্তৃক ক্রমাগত নাগরিক হত্যায় নির্বিকার ভূমিকা পালন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় যতক্ষণ পর্যন্ত এ বিষয়ে কোন পদক্ষেপ না নিবে ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার কথাও জানান নাসির।

Exit mobile version