Site icon Jamuna Television

টি-২০ এশিয়া কাপ খেলতে পাকিস্তান না গেলে টি-২০ বিশ্বকাপে ভারত যাবেনা পাকিস্তান

এদিকে ভারত যদি চলতি বছর টি-টোয়েন্টি এশিয়া কাপ খেলতে পাকিস্তান না যায়, তাহলে ২০২১ সালে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান, এমনটাই জানিয়েছেন পিসিবি’র সিইও ওয়াসিম খান।

এই বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে হবে এবারের টি-টোয়েন্টি এশিয়া কাপ। যেখানে সবশেষ ২০০৮ সালে পাকিস্তান সফর করা ভারতের অংশগ্রহণ নিয়ে রয়েছে শংকা। তবে শ্রীলঙ্কার পর বাংলাদেশ এবং মার্চ-এপ্রিলের দিকে দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফর থাকায় এখন বড় টুর্ণামেন্ট আয়োজনের দিকে ঝুকছে তারা।

বাংলাদেশের পাকিস্তান সফর চূড়ান্ত হবার পর কথা উঠেছিলো এশিয়া কাপ বাংলাদেশে অনুষ্ঠিত হবে এমন শর্তে রাজি হয়েছিলো বিসিবি। তবে সেখবর উড়িয়ে দিয়ে ওয়াসিম খান জানান, এসিসি থেকে এই এশিয়া কাপের দায়িত্ব দেয়া হয়েছে তাদের। অন্য কোন দেশের হাতে এই আসর দেয়ার অধিকার তাদের নেই।

একই সাথে ওয়াসিম খান জানান ২০২৩ থেকে ২০৩১ সালের মধ্যে আইসিসি’র ৩টি বড় ইভেন্ট আয়োজন করতে চায় পাকিস্তান।

Exit mobile version