Site icon Jamuna Television

ইটভাটায় অভিযান, ১৭ লাখ টাকা জরিমানা

গাজীপুরের বোর্ডবাজার ও কাশিমপুর এলাকায় ৩টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বোর্ড বাজারের ইছরআলী এলাকায় দুটি ও কাশিমপুরের গোবিন্দবাড়ি এলাকায় ইটভাটাগুলোতে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাকছুদুল ইসলামের নেতৃত্বে এসব ইটভাটা অভিযান চালানো হয়।

এ ছাড়াও সাপলা ব্রিকস, পদ্মা ব্রিকস ও ও পিবিসি মোট ১৭ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। গ্রেফতারকৃত দু‘জনকে ১৫ দিন করে জেল দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, আদালতের নির্দেশ এসব অভিযান পরিচালানা করা হচ্ছে। অবৈধ ইটভাটা থাকা পর্যন্ত অভিযান চলমান থাকবে। সহযোগিতায় ছিলেন র‌্যাব, পুলিশ ও গাজীপুর ফায়ার সার্ভিস।

Exit mobile version