Site icon Jamuna Television

‘ইভিএমে ভোট কারচুপির শঙ্কার কথা কূটনীতিকদের জানিয়েছে বিএনপি’

ইভিএমে ভোট কারচুপির শঙ্কার কথা বিভিন্ন দেশের কূটনীতিকদের জানিয়েছে বিএনপি। অবগত করেছে প্রচারণায় প্রার্থীদের ওপর হামলার বিষয়ও।

রোববার বিকেলে গুলশানে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিভিন্ন দেশের কূটনৈতিকেদর অবহিত করা হয়।

এসময় বিএনপি নেতারা তাঁদের বলেন, ব্যালটের চেয়ে ইভিএম ভোট ডাকাতি সহজ। আওয়ামী লীগ সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হয়নি। এ অবস্থায় ইভিএমে ভোটগ্রহণ নির্বাচন ব্যবস্থাকে আরও নাজুক অবস্থায় ফেলবে। সাধারণ মানুষও ইভিএমের বিপক্ষে বলে দাবি করেন বিএনপি নেতারা।

Exit mobile version